হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে দীপ্তির কনফারেন্স রুমে বুধবার, ১৭ মার্চ ২০২১ ড্যাফোডিল টেকনিক্যাল ইন্সটিটিউট, দীপ্তি ও ড্যাফোডিল পরিচালিত এমিনেন্স কলেজ এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শুরুতে কেক কাটার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সম্মানিত নির্বাহী পরিচালক জনাব রথীন্দ্র নাথ দাস আরও উপস্থিত ছিলেন উপপরিচালক জনাব মোয়াজ্জেম হোসেন রুবেল ও জোষ্ঠ সহকারী পরিচালক জনাব মোহাম্মদ আওলাদ হোসেন এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব রথীন্দ্র নাথ দাস, বলেন-জাতির পিতার হাত ধরেই বাঙালি পেয়েছিল স্বাধীনতার দিশা। অর্ধ শতকের পথচলায় অর্থনৈতিক মুক্তির যে সোনালি দিগন্তের সামনে আজ বাঙালি দাঁড়িয়ে, তারও অনুপ্রেরণা তিনি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে উচ্ছ্বাসিত ও আনন্দিত বাংলার আকাশ ও বাতাস। আমরা গর্বিত এমন মহান নেতার আদর্শ ও পথ নির্দেশনা পাবার সৌভাগ্য অর্জন করতে পারার জন্য।