একাডেমিক সোশ্যাল রেস্পন্সিবিলিটির অংশ হিসেবে দীপ্তি ও ডিটিআই এর উদ্যোগে পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রায় দশ মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে ৭ হাজার ৩৯৮ জন এবং আক্রান্ত প্রায় ৫ লাখ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সর্বস্তরে মাস্ক পরার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কিন্তু মাস্ক পরা বাধ্যতামূলক হলেও অনেকের জন্যই ভালো মানের মাস্ক কেনা/সংগ্রহ করা সম্ভব হয় না।
এমনই বাস্তবতায় আজ ২৬শে ডিসেম্বর, ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট (ডিটিআই) ঢাকার লেকসার্কাস, পান্থপথ ও কলাবাগান এলাকায় পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণের কর্মসূচি পালন করেছে।
উক্ত কর্মসূচিতে দীপ্তি ও ডিটিআই এর উপপরিচালক জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন রুবেল এবং সিনিয়র সহকারি পরিচালক জনাব মোঃ আওলাদ হোসেন উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পথচারী, ফুটপাতের ব্যবসায়ী ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যবৃন্দের মাঝে মাস্ক বিতরণ করে।